ঢাকা, শুক্রবার ০৩, মে ২০২৪ ১৪:৩৬:৫৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

পর্তুগালের প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩৪ পিএম, ১২ জানুয়ারি ২০২১ মঙ্গলবার

পর্তুগালের প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত

পর্তুগালের প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত

পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রাবেলো ডি সোসা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি সব ধরনের পাবলিক কর্মসূচি বাতিল করেছেন। দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র দুই সপ্তাহ আগে সোমবার রাতে তার কার্যালয় এতথ্য জানায়। এ নির্বাচনে সোসা বিজয়ী হবেন বলে ধারণা করা হচ্ছে। খবর এএফপি’র।

প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, ৭২ বছর বয়সী এ রাষ্ট্র প্রধানের করোনাভাইরাসের উপসর্গ রয়েছে এবং তিনি লিসবনে প্রেসিডেন্ট প্রাসাদে আইসোলেশনে রয়েছেন।

প্রেসিডেন্টের সঙ্গে ঘনিষ্ঠ এক ব্যক্তির করোনাভাইরাস পজিটিভ হওয়ার পর গত বুধবার তিনি কয়েক ঘণ্টা ধরে ‘প্রশাসনিক আইসোলেশনে’ থাকেন। তবে পরে প্রেসিডেন্টের করোনাভাইরাস পরীক্ষা করা হলে তিনি নেগেটিভ হন। এদিকে তার সংস্পর্শে আসা সংশ্লিষ্ট ব্যক্তিকে ‘স্বল্প ঝুঁকিপূর্ণ’ বিবেচনা করায় তিনি আর কোয়ারেন্টাইনে থাকেননি।

পর্তুগালে করোনাভাইরাসের বিস্তার রোধে নতুন করে লকডাউন আরোপ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১২২ জনের মৃত্যু এবং প্রায় ৪ হাজার জন হাসপাতালে ভর্তি হওয়ার পর এ লকডাউন আরোপ করা হয়।