ঢাকা, বৃহস্পতিবার ০২, মে ২০২৪ ৪:৪৮:৫৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শ্যামবর্ণ কমলার নকল ফর্সা রঙ নিয়ে অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০৪ পিএম, ১২ জানুয়ারি ২০২১ মঙ্গলবার

ভোগ ম্যাগাজিনের প্রচ্ছদের ছবিতে কমলা

ভোগ ম্যাগাজিনের প্রচ্ছদের ছবিতে কমলা

জনপ্রিয় মার্কিন ফ্যাশন ম্যাগাজিন ‘ভোগ’-এর কভার ফটোতে দেশটির প্রথম নারী ও কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ইচ্ছাকৃতভাবে ফর্সা দেখানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগের এ তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।

‘ভোগ’  ম্যাগাজিনের সামনের মাসের (ফেব্রুয়ারি) সংখ্যাটির প্রচ্ছদ কাহিনি কমলাকে নিয়ে করা হয়েছে।

খবরে বলা হয়, নির্বাচনী প্রচারে বারবার নিজের কৃষ্ণাঙ্গ ও এশীয় পরিচয় টেনে এনেছিলেন কমলা হ্যারিস। এমনকি ভোটে জিতে ইতিহাস সৃষ্টির পর তা নিয়ে আবেগপ্রবণও হয়ে পড়েছিলেন তিনি। কিন্তু শপথগ্রহণের আগে যুক্তরাষ্ট্রের সেই হবু ভাইস প্রেসিডেন্টের গায়ের রঙ নিয়ে এবার বিতর্ক শুরু হয়েছে। জনপ্রিয় পত্রিকা ‘ভোগ’ তাদের প্রচ্ছদে ইচ্ছাকৃতভাবে তাকে ফর্সা দেখানো হয়েছে বলে অভিযোগ করেছেন তার শিবিরের লোকজন।    

বিবিসি জানায়, ফেব্রুয়ারি মাসের প্রচ্ছদের জন্য কমলাকে বেছে নিয়েছে ‘ভোগ’। গত রোববার টুইটারে কমলাকে নিয়ে তৈরি দুটি প্রচ্ছদ প্রকাশ করে তারা। তাতে সবাই যেভাবে তাকে দেখতে অভ্যস্ত, সেভাবেই ধরা দিয়েছেন কমলা।

একটিতে তার পরনে কালো ট্রাউজার ও জ্যাকেট, পায়ে সাদা-কালো স্নিকার্স। আর অন্যটিতে ধূসর রঙের স্যুট পরে দাঁড়িয়ে আছেন কমলা। কিন্তু প্রচ্ছদের যে বিষয়টি সবার নজর কাড়ল তা হলো, দুটি ছবিতেই কমলার গায়ের রঙ ফরসা দেখানো হয়েছে, বাস্তবের সঙ্গে যা মেলে না।

তাতেই জনপ্রিয় ওই পত্রিকাটির বিরুদ্ধে বর্ণবিদ্বেষের অভিযোগ উঠতে শুরু করেছে। টুইটারে ‘ভোগ’-কে ট্যাগ করে ক্ষোভ উগড়ে দিয়েছেন নেটিজিয়ানরাও। পত্রিকার সম্পাদক অ্যানা উইন্টরকেও একহাত নিয়েছে অনেকে। ব্রিটিশ-আমেরিকান অ্যানা শ্বেতাঙ্গ বর্ণের প্রতি বিশেষভাবে দুর্বল বলেও অনেকে কটাক্ষ করেছে।