ঢাকা, শুক্রবার ১৯, এপ্রিল ২০২৪ ১৭:৫৩:১৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

খাদ্যের অভাব, ডাস্টবিনে খাবার খুঁজছে হাতির দল!

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৪ পিএম, ১২ জানুয়ারি ২০২১ মঙ্গলবার

জঙ্গলে খাবার নেই।  ডাস্টবিনে খাবার খুঁজছে হাতির দল।  শ্রীলঙ্কা।

জঙ্গলে খাবার নেই। ডাস্টবিনে খাবার খুঁজছে হাতির দল। শ্রীলঙ্কা।

বন-জঙ্গলে খাবার নেই। তাই মাঝেমধ্যেই হাতির দল জঙ্গল সংলগ্ন গ্রামগুলিতে খাবারের খোঁজে হানা দেয়। কখনও গ্রামের বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেয়। কখনও আবার ক্ষেতের ফসল খেয়ে-ছড়িয়ে নষ্ট করে। গ্রামে বা ক্ষেতে হাতির তাণ্ডবের ছবি আমরা অনেকেই দেখেছি। কিন্তু ডাস্টবিনে হাতির  দল খাবার খুঁজছে, এমন ছবি কি আগে দেখেছি!

শ্রীলঙ্কার এমন একটি ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে। সেই ছবিতে একদল হাতিকে নোংরা-আবর্জনা থেকে খাবার খুঁজে খেতে দেখা যাচ্ছে। এমন হৃদয়বিদারক ছবি দেখে নেটিজেনদের চোখে পানি।

মানুষের ভুলের প্রায়শ্চিত্ত করতে হচ্ছে প্রাণীদের। মানুষের জন্যই বন্য জীব-জন্তুদের এই ভোগান্তি! এমনই মনে করছেন অনেকে। থারমাপালান তিলাক্সান নামের একজন ফটোগ্রাফার এই ছবিগুলি তুলেছেন। তিনি বন্য প্রাণীদের নিয়ে গবেষণা করেন। এই ছবি দেখার পর তিনি নিজেও বেশ চিন্তিত বলে জানিয়েছেন।

তিনি জানান, আবর্জনা থেকে প্লাস্টিক খেয়ে ফেললে হাতিদের মৃত্যু পর্যন্ত হতে পারে। প্লাস্টিকের ব্যবহার রোধ করতে না পারলে ভবিষ্যতে বন্য প্রাণীদের অস্তিত্ব সংকটে পড়বে বলেও উদ্বেগ প্রকাশ করেছেন এই ফটোগ্রাফার।

হাতিরা রোজ ২৮ থেকে ৩০ কিমি গড়ে হাঁটে। চলার পথে নানারকম গাছপালা খায় তারা। জানিয়েছেন থারমাপালান তিলাক্সান। কিন্তু জঙ্গলে যদি প্লাস্টিক পৌঁছে যায় তা হলে হাতিদের বিপদ বাড়বে। না বুঝে প্লাস্টিক খেয়ে ফেললে তাদের মৃত্যু হতে পারে।

থারমাপালান তিলাক্সানের তোলা এই ছবি দেখে বন দফতরের অফিসাররা উদ্বেগ প্রকাশ করেছেন। বন্যপ্রাণ বাঁচাতে এখনই তৎপর হওয়া উচিত বলে জানিয়েছেন তারা।