গার্লস ফাদার্স ক্লাবে কোহলি, নারী ক্রিকেট দল ঘোষণা বিগবি’র
খেলাধুলা ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৯:৩১ পিএম, ১৫ জানুয়ারি ২০২১ শুক্রবার
বেবি গার্লদের ফাদার্স ক্লাবে কোহলি, নারী ক্রিকেট দল ঘোষণা বিগবি’র
সদ্য বাবা হয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। বিরুষ্কার মেয়ের জন্মের পর থেকেই তাকে নিয়ে জোর চর্চা শুরু হয়েছে সংবাদমাধ্যমে। এসবের মাঝেই এবার ভবিষ্যতের ভারতীয় নারী ক্রিকেট দল ঘোষণা করে দিলেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন।
ভারতের ভবিষ্যত নারী ক্রিকেট দলে কারা কারা থাকতে পারেন, সে বিষয়ে একটি তালিকা তৈরি করেন অমিতাভ বচ্চন। ভারতীয় ক্রিকেট দলের তারকাদের মেয়েদের নিয়ে তৈরি হতে পারে সেই টিম।
মহেন্দ্র সিং ধোনির মেয়ে জিভা কি ওই নারী ক্রিকেট দলের অধিনায়ক হবে, এমন প্রশ্নও নিজের ট্যুইটে জুড়ে দেন বিগ বি।
অভিতাভ বচ্চনের সেই দলে প্রথমেই থাকছেন প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়নার মেয়ে গ্রেসিয়া।
ভারতের বিশ্বকাপজয়ী তারকা গৌতম গম্ভীরের দুই কন্যা আজিন এবং আনাইজা-ও অমিতাভের ভবিষ্যতের ভারতীয় নারী ক্রিকেট দলে খেলতে পারে।
অমিতাভের দলে অবশ্যই থাকছেন রোহিত শর্মার মেয়ে সামাইরা।
ভারতীয় পেসার মহম্মদ শামির মেয়ে আইরাও এই দলে থাকছে।
রবিচন্দ্রন অশ্বিনের দুই মেয়ে আধাইমা এবং আখিরা থাকছে ভবিষ্যতের ভারতীয় নারী দলে।
অজিঙ্ক রাহানের কন্যা আরিয়া-ও থাকছে এই দলে।
টিম ইন্ডিয়ার অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার মেয়ে নাধায়না এই দলে রয়েছে।
ভারতীয় টেস্ট দলের নম্বর তিন চেতেশ্বর পূজারার মেয়ে অদিতিকেও দলে রাখছেন অমিতাভ।
ভারতীয় টেস্ট দলের বাংলার উইকেটকিপার ঋদ্ধিমান সাহার মেয়ে আনভিও আছে দলে।
প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিংয়ের কন্যা হানাইয়া হির পালহা ওই দলে সুযোগ পাবে।
গত বছর আইপিএল চলাকালীন বাবা হয়েছেন টি নটরাজন। অস্ট্রেলিয়া সফরে ক্রিকেটের তিন ফরম্যাটেই ভারতীয় দলে সুযোগ পেয়েছেন তিনি। এখনও মেয়েকে দেখার সুযোগ পাননি তিনি। এই মেয়েও সুযোগ পাবে এই নারী দলে।
উমেশ যাদব নতুন বছরের প্রথম দিনই মেয়ের বাবা হয়েছেন। অমিতাভের সেই দলে উমেশের মেয়েও থাকছে।
১১ জানুয়ারি বাবা হয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন অনুষ্কা শর্মা। শেষ পর্যন্ত অমিতাভ বচ্চনের দলে জায়গা করে নিয়েছে বিরুষ্কার রাজকন্যাও।
