ঢাকা, বৃহস্পতিবার ২৫, এপ্রিল ২০২৪ ১৭:৩৭:০৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মহামারির কারণে বিশ্বে অভিভাসন ৩০ শতাংশ কমেছে

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৫ পিএম, ১৬ জানুয়ারি ২০২১ শনিবার

মহামারির কারণে বিশ্বে অভিভাসন ৩০ শতাংশ কমেছে

মহামারির কারণে বিশ্বে অভিভাসন ৩০ শতাংশ কমেছে

বিশ্বে করোনা মহামারির কারণে অভিভাসন প্রায় ৩০ শতাংশ কমে গেছে। ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে প্রায় ২০ লাখ কম অভিভাসন হয়েছে। বিশ্বে ২০২০ সালে প্রায় ২৮ কোটি ১০ লাখ লোক নিজ দেশ ছেড়ে অন্য দেশে আবাস গড়েছে। জাতিসংঘ প্রকাশিত রিপোর্টে এসব তথ্য জানানো হয়।

শুক্রবার প্রকাশিত ‘আন্তর্জাতিক অভিভাসন ২০২০’ শিরোনামে এ রিপোর্টে বলা হয়েছে, রেজিস্ট্রার্ড দুই তৃতীয়াংশ অভিবাসী কেবলমাত্র ২০টি দেশে বসবাস করছে। এর মধ্যে ২০২০ সালে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি সংখ্যক ৫ কোটি ১০ লাখ অভিবাসী বাস করছে। জার্মানীতে এক কোটি ১৬ লাখ, সৌদি আরবে এক কোটি ৩০ লাখ, রাশিয়ায় এক কোটি ২০ লাখ এবং ব্রিটেনে ৯০ লাখ অভিবাসী রয়েছে।

এছাড়া ২০২০ সালে আন্তর্জাতিক অভিবাসীর একটা বৃহৎ অংশ মোট ৮ কোটি ৭০ লাখ ইউরোপে আবাস গড়েছে।

এদিকে ২০২০ সালে ভারত থেকে সবচেয়ে বেশি লোক অন্য দেশে বসবাস করতে গেছে। এ সংখ্যা এক কোটি ৮০ লাখ। এর পরেই রয়েছে মেক্সিকো ও রাশিয়ার অবস্থান।