ঢাকা, বৃহস্পতিবার ২৫, এপ্রিল ২০২৪ ১০:৪৯:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে ৮শ’র বেশি আহত, গৃহহীন ১৫ হাজার

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০২ পিএম, ১৬ জানুয়ারি ২০২১ শনিবার

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে ৮শ’র বেশি আহত, গৃহহীন ১৫ হাজার

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে ৮শ’র বেশি আহত, গৃহহীন ১৫ হাজার

ইন্দোনেশিয়ায় রিখটার স্কেলে ৬.২ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পের আঘাতের ৮শ’ জনেরও বেশি লোক আহত হয়েছে এবং প্রায় ১৫ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে।

শুক্রবার দেশটির পশ্চিম সুলাওয়েসি প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে। এতে বহু ঘরবাড়ি ও অবকাঠামো ধসে পড়ে। শনিবার একজন দুর্যোগ কর্মকর্তা একথা জানান। খবর সিনহুয়ার।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র রাদিতিয়া জোতি জানান, মামুজু নগরী ও মাজানি জেলার ভূপৃষ্ঠের স্বল্প গভীরে আঘাত হানা ভূমিকম্পে মারাত্মকভাবে আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ওই মুখপাত্র জানান, ভূমিকম্পের আঘাতে মামুজু নগরীতে ১৮৯ জন মারাত্মকভাবে এবং মাজানি জেলায় ৬৩৯ জন সামান্য আহত হয়েছে।

প্রাদেশিক সামাজিক দপ্তরের এক কর্মকর্তা জানান, এ ভূমিকম্পে মামুজু নগরীর মিত্রা মানাকারা হাসপাতাল একেবারে ধসে পড়েছে।

ওই মুখপাত্র আরো জানান, গৃহহীন হয়ে পড়া লোকজনকে ১০ টি আশ্রয় কেন্দ্রে নেয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের কাছে জরুরি ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে।