ঢাকা, মঙ্গলবার ০৭, মে ২০২৪ ২২:২৯:৩৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বিশিষ্ট নারীনেত্রী বুলা আহমেদ মারা গেছেন

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪১ পিএম, ১৭ জানুয়ারি ২০২১ রবিবার

বিশিষ্ট নারীনেত্রী বুলা আহমেদ মারা গেছেন

বিশিষ্ট নারীনেত্রী বুলা আহমেদ মারা গেছেন

বিশিষ্ট নারীনেত্রী ও মানবাধিকার কর্মী বুলা আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। আজ রোববার সকালে বার্ধক্যজনিত কারণে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমইচ) শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানের স্ত্রী

বিষয়টি নিশ্চিত করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা বিবেকানন্দ রায়।  তিনি জানান, বুলা আহমেদ বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন এবং হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বুলা আহমেদ নারী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বাংলাদেশ মহিলা পরিষদের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ছিলেন।

বুলা আহমেদের মৃত্যু শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বুলা আহমেদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।