ঢাকা, বৃহস্পতিবার ২৮, মার্চ ২০২৪ ২২:০৩:৩৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভারতে আজ করোনা আক্রান্ত ১৩ হাজারের বেশি

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০২ পিএম, ১৮ জানুয়ারি ২০২১ সোমবার

ভারতে আজ করোনা আক্রান্ত ১৩ হাজারের বেশি

ভারতে আজ করোনা আক্রান্ত ১৩ হাজারের বেশি

ভারতে আজ সোমবার করোনা আক্রান্তের সংখ্যা ১৩ হাজারের কিছু বেশি। রবিবারের তুলনায় মৃতের সংখ্যাও খানিকটা কম। গোটা বিশ্বের বিভিন্ন দেশের তুলনায় সুস্থতার হারের দিক থেকেও ভারতের অবস্থা ভালো।

আজ সকালে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রনালয়ের প্রকাশিত পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড আক্রান্ত ১৩ হাজার ৭৮৮ জন। তার জেরে এই মুহূর্তে দেশে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে ১ কোটি ৫ লক্ষ ৭১ হাজার ৭৭৩ হল। এই মুহূর্তে দেশটির সক্রিয় করোনা রোগী ২ লক্ষ ৮ হাজার ১২ জন।

নতুন সংক্রমিতের তুলনায়ও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠার সংখ্যা বেশি। এদিন মোট ১৪ হাজার ৪৫৭ জন রোগী করোনা থেকে সেরে উঠেছে বলে জানা গেছে। দেশে মোট আক্রান্তের মধ্যে ১ কোটি ২ লক্ষ ১১ হাজার ৩৪২ জন রোগী সুস্থ হয়ে উঠেছে। এই মুহূর্তে দেশে সুস্থতার হার ৯৬.৫৯ শতাংশ।

রবিবার সারাদেশে ১৮১ জন করোনা রোগী মারা গিয়েছিল। সোমবার সেই সংখ্যাটা নেমে হয়েছে ১৪৫। এর মধ্যে মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ৫০ জনের। কেরালায় ২১, পশ্চিমবঙ্গে ১২ এবং উত্তরপ্রদেশে ৬ জনের মৃত্যু হয়েছে। অনেক রাজ্যে প্রাণহানির খবর নেই গত ২৪ ঘণ্টায়।

করোনায় দেশটিতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে মোট ১ লক্ষ ৫২ হাজার ৪১৯ জন।