ঢাকা, শুক্রবার ২৬, এপ্রিল ২০২৪ ২১:৩৯:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

কাল থেকে দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২২ পিএম, ১৯ জানুয়ারি ২০২১ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মাঘ মাসের প্রথম সপ্তাহে সারাদেশে শীতের প্রকোপ অনেকটা বেড়েছে। শীতের এমন পরিস্থিতির মধ্যেই আগামীকাল বুধবার থেকে সারাদেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর, যা তিন দিন স্থায়ী হবে।

ঢাকায় চলমান আবহাওয়া পরিস্থিতিকে সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রার বিচারে শৈত্যপ্রবাহ বলা যায় না। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি এবং কুয়াশা থাকায় শীত অনুভূত হচ্ছে। তবে আগামী শনিবার থেকে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার সকালে চলতি মাসের আবহাওয়া পরিস্থিতি জানাতে গিয়ে এসব তথ্য জানান আবহাওয়া অধিদপ্তরের সহকারী পরিচালক কাওসার পারভীন।

সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে এলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। এছাড়া তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে মাঝারি এবং ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে তীব্র শৈত্যপ্রবাহ বলে ধরা হয়।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী পরিচালক কাওসার পরভীন বলেন, বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় এবং কুয়াশা থাকার কারণে শীত অনুভূত হচ্ছে। তবে এটা শৈত্যপ্রবাহ না। দেশের সকল স্থানেই তাপমাত্রা ১০ ডিগ্রির বেশি। বুধবার থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এই বৃষ্টি তিন দিন হতে পারে। ২৩ তারিখ থেকে শীত আরও বাড়বে।

জানুয়ারি জুড়ে শীতের আধিক্য কেমন থাকতে পারে জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তরের এই কর্মকর্তা বলেন, জানুয়ারি মাস পুরোটাই শীত থাকবে।

-জেডসি