ঢাকা, শুক্রবার ২৯, মার্চ ২০২৪ ৪:৩১:৩২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ইপিআই স্টোরে সংরক্ষণে থাকবে করোনা ভ্যাকসিন

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৮ পিএম, ২১ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারত থেকে উপহার হিসেবে আসা অক্সফোর্ড-অ্যাস্টাজেনেকার করোনাভাইরাসের টিকা ‘কোভিশিল্ড’ সংরক্ষণের জন্য প্রস্তুত তেজগাঁওয়ের ইপিআই স্টোর। স্টোরটি ঘিরে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।

বৃহস্পতিবার সকালে স্টোরটির সামনে গিয়ে দেখা যায়, গেটে তালা ঝুলিয়ে রাখা হয়েছে। কাউকে ভেতরে ঢুকতে দেয়া হচ্ছে না।

গেটে দায়িত্ব পালন করা এক পুলিশ সদস্য বলেন, এখানেই ভারত থেকে আসা টিকা রাখা হবে। তবে কখন টিকা আসবে আমরা জানি না। ভেতরে কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। সাংবাদিকরাও ভেতরে যেতে পারবেন না। আমাদের এমন নির্দেশনা দেয়া হয়েছে।

বাংলাদেশকে দেয়া ভারত সরকারের উপহার অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ১৭ লাখ ৯৯ হাজার ২৬২ ডোজ করোনার টিকা এয়ারইন্ডিয়ার ফ্লাইট ঢাকায় পৌছে বেলা ১১টা ২০ মিনিটে।

ভ্যাকসিনগুলো ১৬৭টি বক্সে করে বাংলাদেশে পাঠিয়েছে ভারত। বক্সগুলো এয়ার ইন্ডিয়ার বিমান থেকে দুটি ফ্রিজার ভ্যানে তোলা হচ্ছে। এ কাজ শেষে বক্সগুলো নিয়ে যাওয়া হবে রাজধানীর ইস্কাটন গার্ডেন এলাকায়। সেখানে বাংলদেশের পররাষ্ট্রমন্ত্রী কাছে ভারতের হাই কমিশনার ভ্যাকসিনগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবেন।

-জেডসি