ঢাকা, শনিবার ২০, এপ্রিল ২০২৪ ১৪:৩৭:২৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সাবেক প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৭ পিএম, ২১ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার

সাবেক প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক।  ফাইল ছবি।

সাবেক প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। ফাইল ছবি।

সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য ইসমাত আরা সাদেকের প্রথম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার।

২০২০ সালের এ দিনে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ইসমাত আরা সাদেক ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) নির্বাচনী এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালের ১২ জানুয়ারি আওয়ামীলীগ সরকার গঠন করলে তাকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়।

২০১৪ সালের ১৫ জানুয়ারি তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে এমপি নির্বাচিত হন।

ইসমাত আরা সাদেকের স্বামী এএসএইচকে সাদেক সাবেক শিক্ষামন্ত্রী এবং আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ছিলেন।

ইসমাত আরা সাদেকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে আজ কেশবপুরের বাড়িতে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।