ঢাকা, শনিবার ২৭, এপ্রিল ২০২৪ ৫:১৫:৪৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনায় ‘মৃত` নারী বাড়ি ফিরলেন জীবিত হয়ে!

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:০১ পিএম, ২৬ জানুয়ারি ২০২১ মঙ্গলবার

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

করোনায় ‘মৃত' নারী বাড়ি ফিরলেন জীবিত হয়ে! স্পেনে ঘটেছে এমন ঘটনা। ওই নারী করোনায় মারা যাওয়ার ১০ দিন পর বাড়ি ফিরলেন জীবিত৷ তাকে দেখে পরিবারের সবাই অবাক! স্পেনের একটি পত্রিকা এমন এক চাঞ্চল্যকর খবর প্রকাশ করেছে, গত রবিবার৷

শনিবার ৮৫ বছর বয়সি রোজেলিয়া উত্তর স্পেনের এক নার্সিং হোম থেকে সুস্থ হয়ে ফিরে আসায় তার স্বামী ভীষণ অবাক আর আনন্দে আত্মহারা৷ প্রিয়তমাকে দেখে তিনি নাকি বিশ্বাসই করতে পারছিলেন না, সে আবার তার কাছে ফিরে এসেছে৷ রোজেলিয়ার স্বামী রামন ব্লাঙ্কোও একই নার্সিং হোমে ছিলেন। তিনি স্ত্রীর মারা যাওয়ার খবর পেয়ে অনেক কান্নাকাটি করেছেন৷

লা ভজ ডে জালিসিয়া পত্রিকা লিখেছে, ওই পরিবারকে জানানো হয়, করোনায় আক্রান্ত রোজেলিয়া ব্লাঙ্কো ১৩ জানুয়ারি মারা গেছেন৷ পরের দিন তার দাফন৷ কিন্তু করোনার কারণে পরিবারের কেউ সে অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না৷

নার্সিং হোমটি পরিচালনা করে সান রোজেন্ডো ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ওই নার্সিং হোমে রোজেলিয়াসহ যাদের কোভিড পজিটিভ ধরা পড়ে তাদের সবাইকে বিশেষ চিকিৎসার জন্য ২৯ ডিসেম্বর অন্য একটি নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়৷

জোভ থেকে পেরেইরো ডি আগুয়ারে স্থানান্তরকালে কাছাকাছি দুই নার্সিং হোম থেকে দুইজন বৃদ্ধাকে স্থানান্তর করে। একই রুমে রাখার সময় নাম ও পরিচয়ের বিভ্রান্তি ঘটে৷