ঢাকা, সোমবার ২৯, এপ্রিল ২০২৪ ৩:২৪:৪১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মধ্য মাঘে বিভিন্ন জেলায় কাঁপুনি তুলছে শীত

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৯ পিএম, ২৯ জানুয়ারি ২০২১ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

উত্তর, উত্তর-পশ্চিম, দক্ষিণ-পশ্চিমাঞ্চল, বৃহত্তর সিলেট ও পাহাড়ি অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার রাত ও দিনের তাপমাত্রা হ্রাস পেয়েছে। উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে হিমালয় ছুঁয়ে আসা হিমেল কনকনে হাওয়া বইছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ছে প্রায় সারা দেশে। এরফলে মধ্য মাঘে অনেক জেলায় কাঁপুনি তুলছে শীত। বর্তমান অবস্থাকে মাঘের স্বাভাবিক শীত ও কুয়াশা বলছে আবহাওয়া বিভাগ।

গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল উত্তর জনপদে দিনাজপুরে ৮.৩ এবং সর্বোচ্চ সীতাকুন্ডে ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার তাপমাত্রা সর্বোচ্চ ২৪ এবং সর্বনিম্ন  ১৩.১ ডিগ্রি, চট্টগ্রামে সর্বোচ্চ ২৪.৮ এবং সর্বনিম্ন ১৩.৫ ডিগ্রি সে.।

আজ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার পুর্বাভাসে জানা গেছে, রংপুর বিভাগ এবং সীতাকুন্ড, শ্রীমঙ্গল, রাজশাহী, পাবনা, নওগাঁ, চুয়াডাঙ্গা অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টায় আবহাওয়ায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। ৎ

আবহাওয়া বিভাগ জানায়, বর্তমানে উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের একটি বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর সংলগ্ন এলাকায় অবস্থান করছে। দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ।

-জেডসি