ঢাকা, শনিবার ২৭, ডিসেম্বর ২০২৫ ৭:৩৪:২০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

গেন্ডারিয়ায় স্বামীর ছোড়া এসিডে স্ত্রী ও শাশুড়ি দগ্ধ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৭:০২ এএম, ৩ অক্টোবর ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০২:২৩ পিএম, ৪ অক্টোবর ২০১৭ বুধবার

পারিবারিক কলহের জের ধরে রাজধানীর গেন্ডারিয়া থানা এলাকায় স্বামীর ছোড়া এসিডে দগ্ধ হয়েছেন স্ত্রী ও শাশুড়ি। দগ্ধ ওই নারী ও তাঁর মা এখন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (২ অক্টোবর) রাত ১০টার দিকে গেন্ডারিয়ার কোম্পানিগঞ্জ নামক এলাকায় এই ঘটনা ঘটেছে। ঘটনার পর রাত ১২ টার দিকে দগ্ধ ওই নারী ও তাঁর মাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এসিড দগ্ধরা হলেন রুবিনা বেগম (৩০) ও তাঁর মা পারভীন (৪৫)। 

ঢাকা মেডিকেল কলেজের পুলিশ ক্যাম্পের এএসআই  মো.খান বিষয়টি উইমেননিউজকে নিশ্চিত করেছেন।

পরিবারের বরাত দিয়ে তিনি জানান, রুবিনার স্বামী বেলাল উদ্দিন সব সময় নেশা করত। সে কারণে তাদের দাম্পত্য জীবনে এ নিয়ে কলহ লেগেই থাকত। পারিবারিক কলহের জেরেই রুবিনার নেশাগ্রস্ত স্বামী এ ঘটনা ঘটিয়েছে বলে পরিবারের অভিযোগ।

রাতের খাওয়া শেষ করে রুবিনা খাটে বসে ছিল এবং তাঁর মা পারভীন বেগম খাটে শুয়ে টেলিভিশন দেখছিলেন। রাত ১০ টার দিকে হঠাৎ ঘরের জালানা দিয়ে এসিড ছুড়ে পালিয়ে যান তাঁর স্বামী বেলাল উদ্দিন। এসিডে তাঁদের মুখসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। এরপর তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে দ্রুত মা-মেয়েকে  ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নিয়ে আসেন। ঘটনার পর তাঁর স্বামী পলাতক রয়েছেন।