ঢাকা, সোমবার ০৬, মে ২০২৪ ৭:৫১:০৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

টিকা নেয়ার ক্ষেত্রে ফুটবলারদের অগ্রাধিকার নয়: ফিফা সভাপতি

ক্রীড়া ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫৭ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২১ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

করোনাভাইরাসের ভ্যাকসিন নেয়ার ক্ষেত্রে ফুটবলারদের অগ্রাধিকার দেয়া ঠিক হবে না এমন মন্তব্য করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

আগামী ২৩ জুলাই জাপানের রাজধানী টোকিওতে শুরু হবে অলিম্পিক। এই আসরকে সামনে রেখে অ্যাথলেটদের করোনা ভ্যাকসিন দেয়ার কার্যক্রম শুরু করেছে বা অনেক দেশই এ ব্যাপারে প্রস্তুতি নিচ্ছে। বিষয়টির সমালোচনা করে জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ভ্যাকসিন অবশ্যই তাদের প্রয়োজন যারা হুমকির মুখে রয়েছে। বিশেষ করে স্বাস্থ্যকর্মীদের। বিষয়টি আমাদের মধ্যে পরিষ্কার। আমি মনে করি না যে, এক্ষেত্রে ফুটবল খেলোয়াড়দের অগ্রাধিকার দেয়া হোক।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এর সঙ্গে একটি যৌথ প্রচারাভিচান উদ্বোধন করেছেন ইনফান্তিনো। এই ক্যাম্পেইনের উদ্দেশ্য হচ্ছে, সকলেই যাতে ভ্যাকসিন নেয়ার ক্ষেত্রে সমান অধিকার পায়।

ফিফা সভাপতি আরো বলেন, অবশ্যই সামনে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতা রয়েছে। কিছু ক্ষেত্রে সুপারিশ করা যেতে পারে। অলিম্পিক হবে গ্রীষ্মে। কিন্তু যারা হুমকির মধ্যে রয়েছে তাদের অগ্রাধিকার দিতে হবে। তবে এটি ফুটবলার বা সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবেচনায় নেয়া ঠিক হবে না।

ইনফান্তিনো আত্মবিশ্বাসী যে, ২০২২ সালের বিশ্বকাপে স্টেডিয়ামে শতভাগ দর্শক থাকবে। আমি খুবই, খুবই আশাবাদী। আমরা সেখানে ফিরব যেখানে ফিরতে চাই।

২০২২ সালের নভেম্বর-ডিসেম্বরে কাতারে অনুষ্ঠিত হবে ২২তম ফিফা বিশ্বকাপ। এই বিশ্বকাপে অংশ নেবে ৩২টি দল।

ইনফান্তিনো বলেন, বিশ্বকাপ আসার আগে করোনা দুর্যোগ কেটে যাবে। এখনো দুই বছর বাকি। বিশ্বকাপের চেয়েও আমাদের বড় সমস্যা আছে।

-জেডসি