ঢাকা, সোমবার ২২, ডিসেম্বর ২০২৫ ৫:৫৫:০৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

গ্রাম্পিয়ান্স ট্রফি থেকে নাম সরিয়ে নিলেন আন্দ্রেস্কু

ক্রীড়া ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১১ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০২১ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

অস্ট্রেলিয়ান ওপেনের প্রস্তুতিমূলক টুর্নামেন্ট গ্র্যাম্পিয়ান্স ট্রফি থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন সাবেক ইউএস ওপেন চ্যাম্পিয়ন বিনাকা আন্দ্রেস্কু। এক বছরেরও বেশি সময় ধরে ইনজুরির সাথে লড়াই করে কোর্টে ফেরার একটি সম্ভাবনা দেখা দিলেও শেষ পর্যন্ত এই আসরে খেলছেন না বিশ্ব র‌্যাঙ্কিংয়ে আট নম্বরে থাকা এই কানাডিয়ান তরুণী।

আগামী ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ান ওপেনের মাধ্যমে ১৫ মাসের অনুপস্থিতি কাটিয়ে কোর্টে ফেরার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন আন্দ্রেস্কু।

আজ বুধবার থেকে মেলবোর্ন পার্কে শুরু হতে যাওয়া গ্র্যাম্পিয়ান্স ট্রফিতে ২০ বছর বয়সী আন্দ্রেস্কুর শীর্ষ বাছাই হিসেবেই কোর্টে নামার কথা ছিল। কিন্তু অস্ট্রেলিয়ায় পৌঁছানোর পর ১৪ দিনের কঠোর কোয়ারেন্টাইন শেষে সতর্কতার অংশ হিসেবেই তিনি না খেলার সিদ্ধান্ত নিয়েছেন।

এক বিবৃতিতে বিয়ানকা আন্দ্রেস্কু জানিয়েছেন, দুই সপ্তাহের কোয়ারেন্টাইন শেষে অবশেষে কোর্টে ফেরার বিষয়টি আমি বিবেচনা করছিলাম। বিষয়টি নিয়ে আমি আমার দলের সাথে আলোচনা করেছি। তাদের সিদ্ধান্ত অনুযায়ী এই সপ্তাহটি গ্র্যাম্পিয়ান্সে না খেলে বরং অনুশীলনে ব্যস্ত থাকাটাই ভালো মনে হয়েছে।

২০১৯ সালের অক্টোবরে ডব্লিউটিএ ফাইনালে বাম হাঁটুর ইনজুরিতে পড়ে কোর্টের বাইরে চলে গিয়েছিলেন এই কানাডিয়ান। ওই বছরই ফ্ল্যাশিং মিডোতে সেরেনা উইলিয়ামসকে সরাসরি সেটে পরাজিত করে ক্যারিয়ারের প্রথম ইউএস ওপেন জয় করে হইচই ফেলে দিয়েছিলেন আন্দ্রেস্কু। কিন্তু ইনজুরির কারণে প্রায় বছর খানেকের জন্য তাকে কোর্ট থেকে ছিটকে যেতে হয়।

আন্দ্রেস্কুর অনুপস্থিতিতে গ্র্যাম্পিয়ান্স ট্রফিতে শীর্ষ বাছাই হিসেবে খেলতে নামবেন বিশ্বের ১২ নম্বর খেলোয়াড় বেলিন্ড বেনসিস।

-জেডসি