স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা: দুই আসামির ফাঁসি
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:১৩ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০২১ বুধবার
ছবি: সংগৃহীত
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় লিজা আক্তার নামে এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা মামলায় দুই আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আদালতের পিপি ফিরোজ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবদুস সালাম খান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন– ভেদরগঞ্জ উপজেলার সখীপুর থানার সদ্দারকন্দির গ্রামের মৃত সামেদ শেখের ছেলে মো. ফরিদ শেখ (৪০) ও একই এলাকার আবদুর রাজ্জাক শেখের ছেলে মো. জাকির শেখ (৩৫)।
মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৩ জুলাই শরীয়তপুরে ভেদরগঞ্জ উপজেলার সখীপুরের মো. লেহাজুদ্দিনের মেয়ে লিজা আক্তার ডেকে নিয়ে ধর্ষণের পর হত্যা করেন আসামিরা। নিহত লিজা উপজেলার ১নং সখীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
এ ঘটনায় ২৩ জুলাই নিহত স্কুলছাত্রীর বাবা মো. লেহাজুদ্দিন বাদী হয়ে সখীপুর থানায় দুজনকে আসামি করে মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এ রায় ঘোষণা করলেন।
-জেডসি
