ঢাকা বিমানবন্দর থেকে রোহিঙ্গা নারী আটক
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০২:২৩ পিএম, ৪ অক্টোবর ২০১৭ বুধবার | আপডেট: ০৮:৫০ এএম, ৬ অক্টোবর ২০১৭ শুক্রবার
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়াগামী এক রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দিনগত রাতে বিমানবন্দরের ভেতর থেকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা তাকে আটক করেন।
বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের এএসপি (মিডিয়া) তারিক আহমেদ আস সাদিক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আটক রোহিঙ্গা নারীর নাম রামিদা বেগম। তার বাড়ি মিয়ানমারের মংদু এলাকায়। তিনি গত একবছর ধরে বাংলাদেশে বসবাস করছেন।
তারিক আহমেদ আরো জানান, সম্প্রতি ওই নারী যশোরের মনিরামপুর এলাকায় ভুয়া ঠিকানা দিয়ে বাংলাদেশি পাসপোর্ট তৈরি করেছেন। চট্টগ্রামের চার আদম ব্যবসায়ীর মাধ্যমে বাংলাদেশি ৪০ হাজার ও মালয়েশিয়ার ৭ হাজার রিঙ্গিত দিয়ে সে দেশের ভিসা করান। মঙ্গলবার মালিন্দ এয়ারের ওডি-১৬১ ফ্লাইটে তার মালয়েশিয়া যাওয়ার কথা ছিল।
