ঢাকা, শনিবার ২০, এপ্রিল ২০২৪ ১৩:০৬:১৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

চট্টগ্রামে নারী উদ্যোক্তাদের ৫ দিনব্যাপী পণ্য মেলা শুরু

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০৭ এএম, ১০ ফেব্রুয়ারি ২০২১ বুধবার

চট্টগ্রামে নারী উদ্যোক্তাদের ৫ দিনব্যাপী পণ্য মেলা শুরু

চট্টগ্রামে নারী উদ্যোক্তাদের ৫ দিনব্যাপী পণ্য মেলা শুরু

ভালবাসা দিবস ও বসন্ত উৎসবকে সামনে রেখে চট্টগ্রাম উইম্যান চেস্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি নারী উদ্যোক্তাদের পণ্য বিক্রির জন্য আয়োজন করছে ‘সিএমএসএমই প্রডাক্টস ফেয়ার’র।

পাঁচ দিনব্যাপী এই মেলা আজ বুধবার থেকে নগরের আগ্রাবাদ হোটেলে শুরু হচ্ছে।

মঙ্গলবার চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে এক সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান উইম্যান চেস্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ২০ বছর আগে চট্টগ্রামে নারী উদ্যোক্তারা পথ চলা শুরু করেছে। করোনার কারণে আমাদের নারী উদ্যোক্তারা ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। নারী উদ্যোক্তাদের তৈরিকৃত রকমারি পণ্যের বাজার সম্প্রসারণ, প্রচার, প্রসার, আয় বৃদ্ধি, ভোক্তা উদ্যোক্তাদের মাঝে পারস্পরিক সম্পর্ক স্থাপনের লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে এ মেলা হবে। মেলায় ছোট-বড় প্রায় ৩০ থেকে ৩৫ টি স্টল থাকবে। স্বল্পমূল্যে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণের সুযোগ প্রদান করা হয়েছে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবিদা মোস্তফা, ভাইস প্রেসিডেন্ট রেখা আলম চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট নিশাত বাসরাক, পরিচালক হোমায়রা মোস্তফা সোহানা, পরিচালক রেবেকা নাসরিন, প্রাক্তন পরিচালক কাজী তুহিনা আক্তার প্রমুখ।