ঢাকা, মঙ্গলবার ৩০, এপ্রিল ২০২৪ ১০:৩২:২৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নারী বিদ্বেষী মন্তব্য; পদত্যাগ করছেন টোকিও অলিম্পিক প্রধান

ক্রীড়া ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩৯ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মহামারি করোনাভাইরাসে টোকিও অলিম্পিক হওয়া নিয়ে শঙ্কা। এমন পরিস্থিতিতে নারী বিদ্বেষী মন্তব্য করে পদত্যাগ করতে চলেছেন টোকিও অলিম্পিক প্রধানের ইয়োসিরো মোরি। এমনটাই জানাচ্ছে গণমাধ্যম।

বৃহস্পতিবার জাপান টাইমস একটি প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার পদত্যাগ করবেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়োসিরো মোরি।

২০২০ সালে ৯ আগস্ট রাজধানী টোকিওতে বসার কথা ছিল অলিম্পিক। যদিও করোনার দাপটে এক বছর পিছিয়ে ২০২১ সালের ৮ আগস্ট আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। তবে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে এবারের আসর হবে কি না তা নিয়ে এখনও রয়েছে শঙ্কা।

চলতি মাসের শুরুতে অলিম্পিক কমিটির বৈঠকে নারী বিদ্বেষী মন্তব্য করেন ৮৩ বছর বয়সী ইয়োসিরো মোরি। তিনি বলেন, মেয়েদের মধ্যে সংঘাতপূর্ণ মনোভাব থাকে। যদি আমাদের কমিটিতে অতিরিক্ত মেয়েদের অন্তর্ভুক্তি ঘটে তাহলে কথা বলার জন্য সময় বরাদ্দ করে দেয়া হোক। না হলে আমরা কোনোদিনই সভা শেষ করতে পারব না।

এমন মন্তব্যের পর বর্ষীয়ান এই রাজনৈতিক ব্যক্তিত্বর বিরুদ্ধে পদত্যাগের দাবি উঠে। প্রথমে ইয়োসিরো মোরি ক্ষমা চাইলেও জানিয়ে দেন পদত্যাগ করবেন না। তবে শেষ পর্যন্ত পদ ছাড়তে চলেছেন অভিজ্ঞ এই ক্রীড়া সংগঠক।

-জেডসি