ফরিদা ইয়াসমিনকে উইমেন জার্নালিস্ট ফোরামের সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৮:৫০ এএম, ৬ অক্টোবর ২০১৭ শুক্রবার | আপডেট: ০১:০৪ এএম, ৮ অক্টোবর ২০১৭ রবিবার
জাতীয় প্রেস ক্লাবের প্রথম নারী সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ উইমেন জার্নালিস্ট ফোরাম।
জাতীয় প্রেসক্লাবে গতকাল বৃহস্পতিবার এ সংবর্ধনার আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি মমতাজ বিলকিস বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাশেদা আমিন, রোজি ফেরদৌস, মাহমুদা চৌধুরী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট লেখক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘নারীর অগ্রযাত্রায় প্রেস ক্লাবের প্রথম নারী সাধারণ সম্পাদক ফরিদার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে’।
তিনি বলেন, ‘সর্বক্ষেত্রে নারীরা তাদের সফলতার স্বাক্ষর রাখছেন। সাংবাদিকতায়ও নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ফরিদা ইয়াসমিন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে নারী সাংবাদিকদের জন্য নতুন প্রেরণার দৃষ্টান্ত স্থাপন করেছেন’।
সংবর্ধনার জবাবে ফরিদা ইয়াসমিন বলেন, যেকোনো প্রয়োজনে, ‘যেকোনো সময়ে নারী সাংবাদিকসহ এ পেশায় নিয়োজিত সবার পাশেই তিনি আছেন এবং থাকবেন’।
অনুষ্ঠানে ফরিদা ইয়াসমিনকে সংগঠনের পক্ষ থেকে একটি ক্রেস্ট ও মানপত্র দেয়া হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শারমীন রিনভী।
