‘নারীর ক্ষমতায়নে কাজ করছে সরকার’
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০১:০৪ এএম, ৮ অক্টোবর ২০১৭ রবিবার | আপডেট: ০৮:৩০ পিএম, ৯ অক্টোবর ২০১৭ সোমবার
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বলেছেন, দেশেরে নারী সমাজের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে বর্তমান সরকার বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। ইতিমধ্যে নানা রকম কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ব্যবসা-বাণিজ্য, প্রশাসন, রাজনীতিসহ সকল ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে কাজ করছে সরকার।
শনিবার দুপুরে রাজধানীর গুলশান ক্লাবে ইনার হুইল ডিস্ট্রিক্ট-৩৪৫ আয়োজিত এক র্যালি উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩৪৫-এর চেয়ারপারসন শারমিন হোসেন, নাহিদ নেওয়াজ প্রমুখ বক্তব্য রাখেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, নারী নেতৃত্বই পারে সমাজ থেকে নারীদের বিরুদ্ধে সব সহিংসতা ও অন্যায় বন্ধ করতে।
তিনি বলেন, অতীতে যখন নারীদের ঘর থেকে বের হওয়া নিষেধ ছিল, তখনও মহীয়সী নারীরা নিজেরা পড়াশোনা করে নারীশিক্ষা বিস্তারে ভূমিকা রেখেছিলেন। নারীদের সার্বিক উন্নয়নে এ সব মহীয়সীরা জীবনভর কাজ করে গেছেন। ব্রিটিশবিরোধী অনেক আন্দোলনের নেতৃত্বভাগে ছিলেন নারীরা।
তিনি বলেন, বাল্যবিবাহ, যৌতুক ও নারী নির্যাতনের মতো মারাত্মক সামাজিক সমস্যা সমাজ থেকে স্থায়ীভাবে দূর করতে হবে। এসব সমস্যা প্রতিরোধে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও বেশি ভূমিকা রাখতে হবে।
