ঢাকা, শুক্রবার ১৯, এপ্রিল ২০২৪ ৯:৪০:১৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মোজাম্বিকের উপকূলে আরও ৮৬টি মৃত ডলফিন উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০৮ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২১ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

আফ্রিকার দেশ মোজাম্বিকের দক্ষিণাঞ্চলীয় উপকূলের একটি দ্বীপের কাছে মঙ্গলবার আরও ৮৬টি ডলফিন মৃত অবস্থায় পাওয়া গেছে। কী কারণে এসব ডলফিন মারা যাচ্ছে তা এখনো জানা যায়নি। দেশটির পরিবেশ মন্ত্রণালয় একথা জানিয়েছে। খবর এএফপি’র।

খবরে বলা হয়, ইতোমধ্যে একই স্থান থেকে রোববার অনেক ডলফিন উদ্ধার করা হয়েছে। কর্তৃপক্ষ মোট ১১১টি সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী উদ্ধার করেছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইনহামবেন প্রদেশের বজারুতো দ্বীপ জাতীয় পার্কের একটি দল বজারুতো দ্বীপের পশ্চিম উপকূল থেকে ৮৬টি মৃত ডলফিন উদ্ধার করে।

দ্বীপটি মোজাম্বিক উপকূল ও মাদাগাস্কারের মাঝামাঝি দিয়ে যাওয়া মোজাম্বিক চ্যানেলে অবস্থিত।

কর্তৃপক্ষ জানায়, এসব ডলফিনের মৃত্যুর কারণ জানতে তদন্ত করা হচ্ছে।

-জেডসি