ঢাকা, শুক্রবার ২৬, এপ্রিল ২০২৪ ২৩:২৪:২৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনায় বিশ্বে মৃত্যু ২৫ লাখ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০৯ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

করোনাভাইরাসে বিশ্বব্যাপী ২৫ লাখ মানুষের প্রাণহানি ঘটেছে। আক্রান্ত হয়েছেন ১১ কোটি ৩০ লাখের বেশি মানুষ। বিশ্বজুড়ে গত একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৩৭ হাজার ৯০২ জন এবং একই সময়ে নতুন করে মৃত্যু হয়েছে ১০ হাজার ৮০৭ জনের।

করোনা সংক্রমণের তথ্য সরবরাহ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ কোটি ৩০ লাখ ৮৪ হাজার ৮৫২ জন। মৃত্যু হয়েছে ২৫ লাখ ৭ হাজার ৭৬৮ জন। করোনা থেকে সুস্থ হয়েছেন ৮ কোটি ৮৭ লাখ ‌১ হাজার ৪৭২ জন।

করোনাভাইরাস মহামারিতে আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৮৯ লাখ ৭৪ হাজার ৬২৩ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৫ লাখ ১৮ হাজার ৩৬৩ জন।

তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১০ লাখ ৪৬ হাজার ৪৩২ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৫৬ হাজার ৭৪২ জন।

তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৩ লাখ ২৬ হাজার ৮ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ৫০ হাজার ৭৯ জন।

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ।পঞ্চম স্থানে ব্রিটেন। তালিকায় ৩৩ নম্বর অবস্থানে রয়েছে বাংলাদেশ।

-জেডসি