ঢাকা, শুক্রবার ২৬, এপ্রিল ২০২৪ ১:৫৩:৩১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বিসিএস পরীক্ষা কাল হলো চিকিৎসক দম্পতির

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:১৪ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২১ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

৪২তম (বিশেষ) বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা দিতে চিকিৎসক দম্পতি শারমিন আক্তার (২৯) ও আল মাহমুদ ইমরান খান (৩৬) বাসে সিলেট থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন। বাসে ওঠার আধা ঘণ্টা পরেই ঢাকা-সিলেট মহাসড়কের রশীদপুরে এনা পরিবহন-লন্ডন এক্সপ্রেস বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান ইমরান। আহত অবস্থায় শারমিন আক্তারকে হাসপাতালে নেওয়া হয়।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে আল মাহমুদ ইমরান খানসহ সাত–আটজন নিহত হন। নিহত আল মাহমুদ সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক ছিলেন।

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের প্রধান ফটকের সামনে চিকিৎসক শারমিন আক্তারের (২৯) বাবা মো. আবু বক্কর সিদ্দিক বিলাপ করছেন, বিসিএস পরীক্ষা আমার মেয়ের জীবনে কাল হয়ে দাঁড়াল।

চিকিৎসক দম্পতির ঘরে দুই সন্তান। বড় সন্তান ইনায়া খানের বয়স সাড়ে চার বছর, ছোট সন্তান ইন্তেয়া খানের বয়স তিন বছর।

-জেডসি