ঢাকা, রবিবার ০৫, মে ২০২৪ ৯:০৮:৪৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নাইজেরিয়ায় অপহৃত ২৭ স্কুল ছাত্রীসহ ৪২ জনকে মুক্তি

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৭ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২১ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

নাইজেরিয়ায় অপহরণ হওয়া ২৭স্কুল ছাত্রীসহ ৪২ ব্যক্তিকে মুক্তি দিয়েছে সন্ত্রাসীরা। দেশটির মধ্যাঞ্চলের একটি স্কুল থেকে অপহরণ করার ১০ দিন পর শনিবার তাদের মুক্তি দেয়া হয় বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

এক টুইটবার্তায় নাইজার স্টেটের গভর্নর আবুবকর সানি ভেলো জানান, গভর্নমেন্ট সায়েন্স কলেজ কাগারার অপহৃত শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের মুক্তি দেয়া হয়েছে। তারা সবাই সুস্থ অবস্থায় ফিরে এসেছেন।

শুক্রবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যের একটি স্কুল থেকে ৩০০ শতাধিক শিক্ষার্থীকে অপহরণ করার একদিন পরই তাদের মুক্তি দেয়া হলো।

নাইজেরিয়াসহ পশ্চিম আফ্রিকার দেশগুলোতে প্রায়ই স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের অপহরণের ঘটনা ঘটে থাকে। মূলত মুক্তিপন আদায়ে এই পদ্ধতি অবলম্বন করে স্থানীয় বোকো হারামসহ বিভিন্ন সন্ত্রাসী সংগঠনগুলো। সূত্র: আল-জাজিরা

-জেডসি