ঢাকা, শুক্রবার ২৬, এপ্রিল ২০২৪ ১৭:৪৪:১৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

অস্ট্রেলিয়ার আড়াই লাখ কোভিড ভ্যাকসিন আটকে দিল ইতালি

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৫ পিএম, ৫ মার্চ ২০২১ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

অস্ট্রেলিয়ায় রপ্তানি হওয়ার আগে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার আড়াই লাখ ভ্যাকসিনের একটি চালান আটকে দিয়েছে ইতালি সরকার।

বিবিসি জানিয়েছে, ইতালিতে অ্যাস্ট্রাজেনেকা উৎপাদিত এই ভ্যাকসিন আপাতত পাচ্ছে না অস্ট্রেলিয়া। ইউরোপিয়ান ইউনিয়ন থেকেও ইতালি প্রশাসনের এই সিদ্ধান্তকে সমর্থন জানানো হয়েছে।

বৃহস্পতিবার কমিশন থেকে বলা হয়েছে, অ্যাস্ট্রাজেনকা ইউরোপিয়ান ইউনিয়নের চুক্তি ঠিকঠাকভাবে না মানায় ভ্যাকসিনের চালান আটকে দেয়া হয়েছে।

ওষুধ বিষয়ক রপ্তানি পণ্যের ওপর ইইউ থেকে এই প্রথম এভাবে কোনো চালান বন্ধ করা হলো।

অস্ট্রেলিয়া বলছে, এক চালান হারানোয় তাদের খুব একটা সমস্যা হবে না।

ইইউ-র সদস্যভুক্ত দেশগুলোতে অ্যাস্ট্রাজেনেকা চলতি বছরের প্রথম তিন মাসে চুক্তির মাত্র ৪০ শতাংশ সরবরাহ করার পথে রয়েছে।

ইতালি বিবৃতিতে বলেছে, ‘অস্ট্রেলিয়া ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় নেই। ইইউ ও ইতালিতে টিকার ঘাটতি রয়েছে। ইতালি ও ইইউতে সামগ্রিকভাবে যে টিকা সরবরাহ করা হয়েছে তার তুলনায় অস্ট্রেলিয়া রপ্তানির জন্য আবেদন করা এই চালানটি অনেক বড়।’

ইউরোপীয় ইউনিয়নের নতুন নিয়ম অনুযায়ী টিকা সরবরাহকারী কোনো কোম্পানি যদি ইইউর বাধ্যবাধকতা পূরণে ব্যর্থ হয় তাহলে তারা রপ্তানি বন্ধ করে দিতে পারবে। অস্ট্রেলিয়ায় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা রপ্তানি বন্ধের মাধ্যমে প্রথম নিয়মটি প্রয়োগ করল ইতালি।

-জেডসি