ঢাকা, বুধবার ০১, মে ২০২৪ ১৩:০৮:৪১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

টিকা আসার আশ্বাসে আত্মতুষ্টিতে সময় নষ্ট নয়: ‘হু’র সতর্কতা

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৪৯ পিএম, ৬ মার্চ ২০২১ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বিশ্বব্যাপী করোনাভাইরাসের ভ্যাকসিন সরবরাহের কারণে মানুষ যদি মনে করে মহামারির সঙ্কট কেটে গেছে তাহলে মহামারির আরো প্রকোপ আসতে পারে, এমন উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা শুক্রবার বলেছে, আগামী সপ্তাহে আরো ৩১টি দেশে কোভিড-১৯ ভ্যাকসিন সরবরাহ করবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স (জাতিসঙ্ঘের কোভিড-১৯ ভ্যাকসিন গ্লোবাল এক্সেস) পদক্ষেপের মাধ্যমে দরিদ্র দেশগুলোতে চলতি সপ্তাহে টিকাদান নিশ্চিত করতে ২০টি দেশে দুই কোটি ভ্যাকসিনের চালান সরবরাহ করা হয়েছে।

হু’র জরুরি বিভাগের পরিচালক মাইকেল রায়ান এক সংবাদ সম্মেলনে বলেন, ভ্যাকসিন আসায় দুর্দান্ত আশার সঞ্চার হয়েছে, তবে আমরা এই মুহূর্তে বিষয়টির প্রতি মনযোগ হারাচ্ছি।

হু’র মহাপরিচালক টেড্রোস অ্যাধানম গেব্রিয়েসিস সপ্তাহজুড়ে কোভ্যাক্সের ভ্যাকসিন সরবরাহের প্রশংসা করেন। তবে তিনি বলেন, ভ্যাকসিনেশনে ধনী দেশগুলোর চেয়ে দরিদ্র দেশগুলো এখনো পিছিয়ে আছে।

কোভেক্সের মাধ্যমে আফ্রিকার এঙ্গোলা, কঙ্গো, গাম্বিয়া, ঘানা, আইভরিকোস্ট, কেনিয়া, লেসেথো, মালাউয়ি, মালি, নাইজেরিয়া, রুয়ান্ডা, সেনেগাল, সুদান এবং উগান্ডায় ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছে।

এছাড়াও কম্বোডিয়া, কলম্বিয়া, ভারত, মালদোভা, ফিলিপাইন ও দক্ষিণ কোরিয়া ভ্যাকসিন সরবরাহ পেয়েছে।

টেড্রোস বলেন, আগামী সপ্তাহে কোভ্যাক্স আরো ৩১টি দেশে ভ্যাকসিন সরবরাহ করবে, এ নিয়ে কোভ্যাক্সের মাধ্যমে ভ্যাকসিন পাওয়া দেশের মোট সংখ্যা দাঁড়াবে ৫১টি। এটি উৎসাহজনক অগ্রগতি তবে কোভ্যাক্সের মাধ্যমে সরবরাহ দেয়া ভ্যাকসিন চাহিদার তুলনায় অপ্রতুল।

তিনি বলেন, প্রথম দফায় চলমান ভ্যাকসিনের প্রথম ডোজের সরবরাহ মে মাসের শেষ নাগাদ চলবে।


-জেডসি