ঢাকা, সোমবার ০৬, মে ২০২৪ ১৬:৩৪:১৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আবারো বেড়েছে পেঁয়াজের দাম, মুরগির দামও বেশি

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫৫ পিএম, ১২ মার্চ ২০২১ শুক্রবার

আবারো বেড়েছে পেঁয়াজের দাম, মুরগির দামও বেশি

আবারো বেড়েছে পেঁয়াজের দাম, মুরগির দামও বেশি

রাজধানীর বাজারগুলোতে গত কয়েক সপ্তাহ ধরে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় নানা পণ্যের দাম বাড়তি। দাম বেড়েছে মুরগিরও। তবে এর সাথে চলতি সপ্তাহেই কেজিতে ১০ টাকা বেড়েছে দেশি ও আমদানি করা পেঁয়াজের দাম। এ নিয়ে ভোক্তাসাধারণের মাঝে অস্বস্তি দেখা গেছে।

বিক্রেতারা বলছেন, শীত মৌসুমের মুড়িকাটা পেঁয়াজের সরবরাহ শেষ। গ্রীষ্মকালীন নতুন পেঁয়াজ আসতে আরও কিছুদিন সময় লাগবে। এ কারণে বাজারে পেঁয়াজের সরবরাহ কম হওয়ায় দাম বাড়ছে।

অন্যদিকে চলতি সপ্তাহে ভোজ্য তেলের দাম বেড়েছে লিটারে তিন টাকা পর্যন্ত। তবে টমেটো, গাজর, কাঁচা মরিচসহ অন্যান্য সবজির দাম এখনো নাগালের মধ্যে রয়েছে। এছাড়া চলতি সপ্তাহে কাঁচা মরিচের দাম কমেছে কেজিতে ৩০ থেকে ৪০ টাকা।

রাজধানীর বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা কেজি। তবে কোথাও কোথাও ৪০ টাকা। বিক্রেতারা বলছেন, যাদের আগের কেনা রয়েছে তারা এ দামে বিক্রি করতে পারছেন। নতুন করে পাইকারি বাজার থেকে যারা কিনে আনছেন, তারা বেশি দামে বিক্রি করছেন।

গত সপ্তাহে পেঁয়াজের কেজি ছিল ৩৫ থেকে ৪০ টাকা। টিসিবির হিসাবে এক মাসে পেঁয়াজের দাম বেড়েছে ৩৫ শতাংশ।

আমদানি করা পেঁয়াজের দামও বেড়েছে। সপ্তাহের ব্যবধানে ২০ থেকে ২৫ টাকা কেজির পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা। তবে আদা-রসুনের দাম অপরিবর্তিত রয়েছে। দেশি ও আমদানি করা আদা বিক্রি হচ্ছে ৭০ থেকে ১১০ টাকা কেজি। রসুন ৬০ থেকে ১৩০ টাকা কেজি।