শিশু অধিকার সপ্তাহ : আজ শিশু সমাবেশ ও আলোচনা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০১:৩৪ পিএম, ১২ অক্টোবর ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৩:৩৫ পিএম, ১৩ অক্টোবর ২০১৭ শুক্রবার
শিশু অধিকার সপ্তাহের দ্বিতীয় দিনে আজ বৃহস্পতিবার বাল্যবিবাহ প্রতিরোধ দিবস। দিবসটি উপলক্ষে রাজধানীসহ সারা দেশে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আজ বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে শিশু সমাবেশ, মানববন্ধন, লিফলেট বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শিশু একাডেমি ও নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রোগ্রাম যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করছে।
একই দিন বিকেল ৩টায় রাজধানীর শিশু একাডেমি মিলনায়তনে ‘আমার কথা শোন’ বিষয়ক আলোচনা পর্বের আয়োজন করা হয়েছে। এতে শিশুরা তাদের অধিকার ও প্রতিবন্ধকতা নিয়ে কথা বলবে। শিশু অধিকার বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক সংস্থায় কর্মরত শিশু অধিকার কর্মীবৃন্দ অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন।
