ঢাকা, শনিবার ২০, এপ্রিল ২০২৪ ১৯:১১:৪০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সাউথ এশিয়ান আইকনিক অ্যাওয়ার্ড পেলেন সুজন হাজং

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৪৬ পিএম, ১৪ মার্চ ২০২১ রবিবার

সাউথ এশিয়ান আইকনিক অ্যাওয়ার্ড পেলেন সুজন হাজং

সাউথ এশিয়ান আইকনিক অ্যাওয়ার্ড পেলেন সুজন হাজং

আদিবাসী তরুণ প্রজন্মের আইকন,  সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে সাউট এশিয়ান আইকনিক স্টার অ্যাওয়ার্ড পেলেন সুজন হাজং। টেলিপ্রেসের আয়োজনে ১৩ মার্চ (শনিবার) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তাকে পুরস্কারটি প্রদান করা হয়।

অ্যাওয়ার্ড গ্রহণের পর সুজন হাজং বলেন, সৃজনশীল কাজের মধ্য দিয়েই নিজেকে বিকশিত করতে চাই, নিজের পরিচয়ের জায়গা তৈরি করতে চাই। আমি যে প্রান্তিক জনগোষ্ঠী থেকে ওঠে এসেছি সে জনগোষ্ঠীর সাংস্কৃতিক উন্নয়নে কাজ করতে চাই‌‌।

বিরিশিরি কালচারাল একাডেমীতে সদ্য নিয়োগ পাওয়া আদিবাসী জনগোষ্ঠীর অনুকরণীয় প্রতিনিধি সুজন হাজং। মাত্র ৩৪ বছর বয়সে বিরিশিরি কালচারাল একাডেমিতে পরিচালক হিসেবে দায়িত্ব পাওয়া সুজন হাজং একাধারে কবি, গীতিকার, কলামিস্ট, গবেষক ও অনুবাদক এবং তরুন রাজনীতিবিদ। কবিতা ও গান লেখার পাশাপাশি তিনি আদিবাসীদের ভাষা, সাহিত্য ও সংস্কৃতি নিয়েও গবেষণা করছেন।

উল্লেখ্য, বঙ্গবন্ধুকে নিয়ে সার্কভুক্ত ছয়টি দেশের আটজন শিল্পী সুজন হাজংয়ের লেখা গানে কণ্ঠ দিয়েছেন। পাশাপাশি নন্দিত সংগীতশিল্পী সুবীর নন্দী, নচিকেতা, শুভমিতা, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, প্রিয়াংকা গোপ, অবন্তি সিঁথি, লুইপা, কিশোর, সাব্বির, মুহিন, লিজা, পুলক, রন্টি দাস, সুস্মিতা সাহাসহ নতুন প্রজন্মের অনেকেই তাঁর লেখা গানে কণ্ঠ দিয়েছেন।

সুজন হাজং মাতৃভাষা বিষয়ক একুশে পদকপ্রাপ্ত সংগঠন দ্য মাদার ল্যাঙ্গুয়েজ লাভার্স অব দ্য ওয়ার্ল্ড সোসাইটি, বাংলাদেশ চ্যাপ্টারের জেনারেল সেক্রেটারি। সম্প্রতি তিনি বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটির সদস্য মনোনীত হয়েছেন।