ঢাকা, মঙ্গলবার ২৩, ডিসেম্বর ২০২৫ ২১:৩৩:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শাবিপ্রবির ভর্তি আবেদন শুরু ১৫ অক্টোবর

শাবিপ্রবি প্রতিনিধি

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৪:১২ পিএম, ১২ অক্টোবর ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০১:৩৫ পিএম, ১৩ অক্টোবর ২০১৭ শুক্রবার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবষের্র স্নাতক ১ম বর্ষ ১ম সেমিস্টারের ভর্তি আবেদন আগামী ১৫ অক্টোবর থেকে শুরু হয়ে ৪ নভেম্বর পর্যন্ত চলবে। ১৮ নভেম্বর শনিবার সকাল সাড়ে নয়টায় এ ইউনিট এবং দুপুর আড়াইটায় বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন এ তথ্য জানান।

এ বছর আবেদন করার জন্য একটি প্রিপেইড টেলিটক মোবাইল ফোন থেকে বিশ্ববিদ্যালয়ের নাম, এইচএসসি/সমমান শিক্ষাবোর্ডের প্রথম তিন অক্ষর, পরীক্ষার রোল নম্বর, পাসের সাল, এসএসসি/সমমান শিক্ষাবোর্ডের প্রথম তিন অক্ষর, পরীক্ষার রোল নম্বর, পাসের সাল এবং সাব-ইউনিটের কী ওয়ার্ড লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে।

এবারের ভর্তি পরীক্ষায় এ ইউনিটের জন্য ৮০০ টাকা, বি১ ও বি২ ইউনিটের জন্য যথাক্রমে ৮০০টাকা ও ৯০০ টাকা ধার্য করা হয়েছে। কোটাছাড়া সর্বমোট আসন সংখ্যা ১৫৯৩টি।