ঢামেকে আইসিইউতে আগুন, স্থানান্তরের সময় ৩ রোগীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:৩৭ পিএম, ১৭ মার্চ ২০২১ বুধবার
ছবি: সংগৃহীত
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটের আইসিইউতে অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় রোগী স্থানান্তর করার পর চিকিৎসাধীন ৩ রোগীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক।
বুধবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নাজমুল হক বলেন, ‘যে তিনজন রোগী মারা গেছেন, তাদের কেউ অগ্নিদগ্ধ হয়ে মারা যায়নি।’
তিনি জানান, সকালে নতুন ভবনের করোনা ইউনিটের আইসিইউতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আইসিইউতে থাকা যত রোগী ছিল সবাইকে সরিয়ে ফেলা হয়েছে। তাদের পুরাতন বার্ন ইউনিটের আইসিইউ, নতুন ভবনেরই সিসিইউসহ বিভিন্ন ওয়ার্ডে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে।
ফায়ার সার্ভিস সদর দফতরের জিয়া রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনটি ইউনিট আগুন নিভিয়ে ফেলে।
-জেডসি
