ফের বাড়লো পেঁয়াজের দাম
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০১:৩২ পিএম, ১৩ অক্টোবর ২০১৭ শুক্রবার | আপডেট: ০১:৪১ পিএম, ২৭ অক্টোবর ২০১৭ শুক্রবার
এক সপ্তাহের ব্যবধানে ফের প্রতি কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ১০ থেকে ১২ টাকা। আগের সপ্তাহে বাজারে প্রতিকেজি দেশি পেঁয়াজ ৪৮ থেকে ৫০ টাকায় বিক্রি হয়েছে। শুক্রবার তা ৬০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। ভারতীয় পেঁয়াজ প্রতিকেজি ৪৫ টাকায় বিক্রি হচ্ছে।
তবে, আদা ও রসুনের দাম রয়েছে নাগালের মধ্যে। প্রতিকেজি আদা ১২০ টাকায়, দেশি রসুন ৮০ টাকা ও ভারতীয় (বড়) রসুন ১০০ টাকায় বিক্রি হচ্ছে। রাজধানীর রামপুরা ও মেরাদিয়া বাজার ঘুরে এচিত্র দেখা গেছে।
বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে দাম বাড়ায় খুচরা বাজারে তার প্রভাব পড়েছে। এছাড়াও সম্প্রতিক সময়ের বন্যকেও ভোগ্য পণ্যের দামের ঊর্ধ্বগতির কারণ হিসাবে দেখছেন তারা। মেরাদিয়া বাজারের মুদি ব্যবসায়ী শামসুল ইসলাম বলেন, চালের দাম বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে অন্যান্য ভোগ্য পণ্যের দাম। এরই মধ্যে পেঁয়াজ ছাড়াও আটা, ময়দা, সোয়াবিন ও সরিষার তেলের দামও বেড়েছে।
এদিকে বাজারে প্রতি ডজন দেশি হাঁসের ডিমের বিক্রি হচ্ছে ১৩৫ টাকা ও ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে ৮৫ থেকে ৯৫ টাকা করে।
মেরাদিয়া ও রামপুরা বাজার ঘুরে দেখা গেছে, সবজির দাম আগের মত চড়া থাকলেও আকাশ ছুঁয়েছে শাকের দাম। প্রতি আঁটি লাল শাক বিক্রি হচ্ছে ২৫ টাকায়, কোমড়া শাক বিক্রি হচ্ছে ৩০ টাকায়, ডাটা শাক ২৫ টাকায়, পুঁইশাক বিক্রি হচ্ছে ২৫ টাকা দরে।
রামপুরা বাজারে আসা বেসরকারি চাকুরিজীবী জাহিদ আলম বলেন, বাজারের প্রত্যেকটি সবজির দাম রয়েছে ক্রয়সীমার ঊর্ধ্বে। বেতনের অর্ধেক দিতে হয় ঘর ভাড়ায়। বাকি টাকায় সংসার চালাতে কষ্ট হয়ে যাচ্ছে। তিনি বলেন, মধ্য আয়ের মানুষ হয়ে আমার এ অবস্থা, তাহলে ভাবুন রিকশাচালক, ফেরিঅলা ও দিনমজুরদের কি অবস্থা?
