ঢাকা, শুক্রবার ২৬, এপ্রিল ২০২৪ ২০:০৩:৩৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দেশে করোনায় ২৪ ঘন্টায় ১৮ মৃত্যু, শনাক্ত ১৮৯৯

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:২০ পিএম, ১৯ মার্চ ২০২১ শুক্রবার

দেশে করোনায় ২৪ ঘন্টায় ১৮ মৃত্যু, শনাক্ত ১৮৯৯

দেশে করোনায় ২৪ ঘন্টায় ১৮ মৃত্যু, শনাক্ত ১৮৯৯

সারাদেশে ঘাতকব্যাধি করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে একদিনে ১৮ জনের মৃত্যু হয়েছে। নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৮৯৯ জন।

আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত এক দিনে মারা যাওয়া ১৮ জনসহ দেশে করোনায় এ পর্যন্ত ৮ হাজার ৬৪২ জনের মৃত্যু হলো।

বিজ্ঞপ্তিতে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৯৯ জন। এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৬৬ হাজার ৮৩৮ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৬১৮ জন রোগী সুস্থ হয়ে উঠেছে। এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৫ লাখ ১৯ হাজার ১৪১ জন হয়েছে।

বাংলাদেশে গত বছর ৮ মার্চ করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ার এক বছর পর গত ৭ মার্চ শনাক্ত রোগীর সংখ্যা সাড়ে ৫ লাখ ছাড়িয়ে যায়। এর মধ্যে গত বছরের ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।