ঢাকা, শনিবার ২৭, ডিসেম্বর ২০২৫ ৭:৩৪:০৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রাজধানীতে স্কুলছাত্রীকে ‘ধর্ষণ’

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৩:৩৪ পিএম, ১৩ অক্টোবর ২০১৭ শুক্রবার | আপডেট: ০৯:২৩ পিএম, ১৬ অক্টোবর ২০১৭ সোমবার

রাজধানীর তুরাগ নলভোগ এলাকায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মেয়েটির পরিবার বাদী হয়ে তুরাগ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছে।

ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রীকে (১৩) আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

তুরাগ থানা সূত্রে জানা গেছে, মেয়েটি স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী। গত বুধবার বিকেলে বাসা থেকে এলাকার এক শিক্ষকের বাড়িতে প্রাইভেট পড়তে যায়। সেখান থেকে রাত ৮টার দিকে বাসায় ফিরছিল ওই শিক্ষার্থী। এ সময় শাহীন (২২) নামে স্থানীয় এক বখাটে ছাত্রীকে নলভোগ কবরস্থানের পাশে একটি টিনশেড পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করে সে। পরে ওই স্কুলছাত্রী বাসায় গিয়ে পরিবারকে বিষয়টি জানায়। কিন্তু পরিবারটি লোকলজ্জায় ধর্ষণের ঘটনাটি প্রথমে কাউকে জানাতে চায়নি।

তবে আজকে থানায় এসে স্কুলছাত্রীর পরিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে। সেখানে নলভোগ পুকুরপাড় এলাকার শাহীনকে আসামি করা হয়। শাহীন পলাতক।