বাংলাদেশ ইউনিভার্সিটির ফল সেমিস্টারের নবীন বরণ অনুষ্ঠিত
বাংলাদেশ ইউনিভার্সিটি প্রতিনিধি
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৫:৩৬ পিএম, ১৪ অক্টোবর ২০১৭ শনিবার | আপডেট: ০১:১৯ পিএম, ২২ অক্টোবর ২০১৭ রবিবার
বাংলাদেশ ইউনিভার্সিটির ফল সেমিস্টারের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে ফুল দিয়ে বরণ করে নেয়া হয় নবীন শিক্ষার্থীদের।
অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে বাংলাদেশ ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল হক শরীফ বলেন, “জ্ঞান অর্জনের জন্য শিক্ষা ও অধ্যবসায়ের কোন বিকল্প নেই”।
তিনি বাংলাদেশ ইউনিভার্সিটিতে শিক্ষার জন্য নেয়া বিভিন্ন সুযোগ-সুবিধার প্রশংসা করে তা কাজে লাগানোর জন্য নবীন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ কামরুল হাসান, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের ডীন প্রফেসর ড. মোঃ ইমামউদ্দিন, আর্টস, স্যোসাল সায়েন্স অ্যান্ড আইন বিভাগের ডীন প্রফেসর মোস্তফা কামালউদ্দিন প্রমুখ।
এসময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের শিক্ষার্থী-শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
