স্বাধীনতা দিবসে ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৪:৩৯ পিএম, ২৬ মার্চ ২০২১ শুক্রবার
স্বাধীনতা দিবসে ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ৫১তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে একটি স্মারক ডাক টিকিট এবং উদ্বোধনী খাম অবমুক্ত করেছেন।
আজ শুক্রবার সকালে তিনি তাঁর সরকারী বাসভবন গণভবনে ১০ টাকার স্মারক ডাক টিকিটি এবং উদ্বোধনী খাম অবমুক্ত করেছেন।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব মো: আশরাফ সিদ্দিকী বিটু বাসস’কে এ কথা নিশ্চিত করেন।
ডাক ও টেলিযোগাযোগ সচিব মো: আফজাল হোসেন ও বাংলাদেশ ডাক অধিদপ্তরের মহাপরিচালক মো. সিরাজ উদ্দীন এ সময় উপস্থিত ছিলেন।
ডাক টিকিট ও উদ্বোধনী খাম আজ থেকে ঢাকা জিপিও ডাক টিকিট সংগ্রহশালা থেকে এবং পরে দেশের অন্যান্য জিপিওতে পাওয়া যাবে।
