ঢাকা, শুক্রবার ২৬, এপ্রিল ২০২৪ ৩:৫৩:৪৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

কোভিড ভ্যাকসিন পায়নি ৩৬টি দেশ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪২ পিএম, ২৭ মার্চ ২০২১ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

জাতিসঙ্ঘ সমর্থিত করোনাভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিন কার্যক্রমে এক মাসে ৬১টি দেশে বিভিন্ন টিকার ৩২ মিলিয়নেরও বেশি ডোজ বিতরণ করেছে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস অ্যাধনম গ্যাব্রিয়াসুস।

বছরের শুরুতে ভ্যাকসিন নিয়ে দেশগুলোকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়ে ডব্লিউএইচওর প্রধান বলেছিলেন, যাতে সব রাষ্ট্র ২০২১ সালের প্রথম ১০০ দিনের মধ্যে টিকা দিতে শুরু করতে পারে। খবর ইউএন নিউজ।

শুক্রবার তিনি তার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেছেন, ১৭৭টি দেশ ও অঞ্চল টিকা কার্যক্রম শুরু করেছে। ১০০ দিন শেষ হওয়ার মাত্র ১৫ দিন বাকি রয়েছে, ৩৬টি দেশ এখনো ভ্যাকসিনের জন্য অপেক্ষা করছে, যাতে তারা স্বাস্থ্যকর্মী এবং বয়স্কদের টিকা দেয়া শুরু করতে পারে।

তাদের মধ্যে ১৫ দিনের মধ্যে ১৬টি দেশ কোভ্যাক্স থেকে টিকার প্রথম ডোজ পাবে।

ট্রেড্রোস বলেন, কোভ্যাক্স টিকা বিতরণে প্রস্তুত, কিন্তু আমরা টিকা বিতরণ করতে পারছি না। কারণ আমাদের কাছে নেই।


-জেডসি