ঢাকা, মঙ্গলবার ০৭, মে ২০২৪ ১৯:৫৪:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সাতক্ষিরায় কালী মন্দির পরিদর্শনে নরেন্দ্র মোদি

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২০ পিএম, ২৭ মার্চ ২০২১ শনিবার

সাতক্ষিরায় কালী মন্দির পরিদর্শনে নরেন্দ্র মোদি

সাতক্ষিরায় কালী মন্দির পরিদর্শনে নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ শনিবার সকালে সাতক্ষিরা জেলার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামে শতবর্ষের পুরাতন যশোরেশ্বরী কালী মন্দির পরিদর্শন করেছেন।
তিনি সকাল ১০টা ১০ মিনিটে মন্দিরে প্রবেশ করেন এবং তিনি ১০টা ২২ মিনিটে দেবী কালীর নামে পুরাতন এই যশোরেশ্বরী কালী মন্দিরে পূর্জা অর্চনা সম্পন্ন করেন।
ভারতের প্রধানমন্ত্রী দুইদিনের সফরে বাংলাদেশে অবস্থান করছেন। তিনি মন্দিরে পৌঁছালে প্রচলিত রীতি ও ঐতিহ্য অনুযায়ী তাকে অভ্যর্থনা জানানো হয়।
মন্দিরের ভেতরে মোদি মাস্ক পরে ছিলেন এবং তিনি মন্দিরের মেঝেতে বসে প্রার্থনায় অংশ নেন। এ সময় পুরোহিত দিলিপ মুখার্জি তাদের ধর্ম গ্রন্থ থেকে পাঠ করছিলেন। নরেন্দ্র মোদি এ সময় কালীমাতাকে সোনার মুকুট, লালগুজরাটি শাড়ি, ফল ও মিষ্টি নিবেদন করেন।
পরে তিনি মন্দির থেকে বেরিয়ে আসেন এবং ভক্তদের সঙ্গে ফটোসেশন করেন।
এর পর তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে সাতক্ষীরা ত্যাগ করেন।