ঢাকা, শুক্রবার ২৯, মার্চ ২০২৪ ৪:৩৬:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ইরানের প্রেস টিভির পেইজ স্থায়ীভাবে বন্ধ করলো ফেসবুক

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫০ পিএম, ২৮ মার্চ ২০২১ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ইরানের ইংরেজি-ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভির অফিসিয়াল পেজ বন্ধ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। শনিবার ফেসবুক প্রেস টিভিকে জানায়, তারা স্থায়ীভাবে এই টিভির পেজ বন্ধ করে দিয়েছে। এর কারণ হিসেবে ‘নীতিমালা লঙ্ঘনের’ অভিযোগ আনা হয়েছে। খবর পার্সটুডের

প্রেস টিভির ফলোয়ার সংখ্যা ৪০ লাখের বেশি। গত জানুয়ারিতে এই পেজ বন্ধ করে দিয়েছিল ফেসবুক। পরে অবশ্য প্রেস টিভির পক্ষ থেকে আবেদন করার পর তারা আবার এটি খুলে দেয়। কিন্তু এবার ফেসবুক কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, এবার আর আবেদন করলেও তা গ্রহণ করা হবে না।

২০১৮ সালে ফেসবুক কর্তৃপক্ষ ইরান ও রাশিয়ার শত শত একাউন্ট বন্ধ করে দেয়। ভুল তথ্য প্রচারের দায়ে এসব একাউন্ট বন্ধ করে দেয়া হয়েছে বলে জানিয়েছিল ফেসবুক।


-জেডসি