ব্লু হোয়েল বন্ধে হাইকোর্টে রিট
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৩:৩৬ পিএম, ১৫ অক্টোবর ২০১৭ রবিবার | আপডেট: ০৫:০৭ পিএম, ১৬ অক্টোবর ২০১৭ সোমবার
এবার ব্লু হোয়েলসহ আত্মহত্যায় প্ররোচনাকারী এ জাতীয় সকল গেম বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
আজ রোববার সুপ্রিম কোর্টের তিনজন আইনজীবী এ রিট দায়ের করেন। তাদের মধ্যে রয়েছেন মোবাইলে ব্লু হোয়েলের মরণনেশার ফাঁদে পড়ে আত্মহত্যাকারী রাজধানীর হলিক্রস স্কুলের অষ্টম শ্রেণির মেধাবী শিক্ষার্থী অপূর্বা বর্মণ স্বর্ণার (১৩) বাবা অ্যাডভোকেট সুব্রত বর্মণ। বাকী দুজন হলেন, ব্যারিস্টার মোহাম্মদ ও ব্যারিস্টার নূর আলম সিদ্দিকী।
আইনজীবী হুমায়ূন কবির পল্লব জানান, ব্লু হোয়েল গেমসহ মোবাইল অপারেটরদের রাত্রিকালীন বিশেষ ইন্টারনেট অফার বন্ধের নির্দেশনা চাওয়া হয়েছে। বাংলাদেশে ব্লু হোয়েলের সকল লিঙ্ক ব্লক করে দেওয়ারও আরজি জানানো হয়েছে। রিট আবেদনে বিবাদী করা হয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব ও বিটিআরসি’র চেয়ারম্যানকে।
