বেসরকারি ব্যাংকের প্রথম সিইও ও এমডি হচ্ছেন হুমায়রা আজম
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৭:৩২ পিএম, ৩০ মার্চ ২০২১ মঙ্গলবার
হুমায়রা আজম। ছবি : সংগৃহীত
বাংলাদেশে প্রথমবারের মতো বেসরকারি ট্রাস্ট ব্যাংকে নারী সিইও ও এমডি হতে যাচ্ছেন হুমায়রা আজম। তিনি ব্যাংকটির সাবেক এমডি ফারুক মঈনউদ্দীনের স্থলাভিষিক্ত হবেন।
সোমবার (২৯ মার্চ) ট্রাস্ট ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। তবে এনিয়ে বাংলাদেশ ব্যাংক এখনও কোনো প্রজ্ঞাপন জারি করেনি।
দেশের তফসিলি ব্যাংকে তিনিই প্রথম নারী প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ম্যানেজিং ডিরেক্টর (এমডি) হিসেবে যোগদান করতে যাচ্ছেন। বর্তমানে হুমায়রা আজম ট্রাস্ট ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে দায়িত্ব পালন করছেন।
পদোন্নতির আগে হুমায়রা আজম ট্রাস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ছিলেন। পাশাপাশি ব্যাংকটির এমডি ও সিইও (চলতি দায়িত্ব) দায়িত্ব পালন করেছেন। ট্রাস্ট ব্যাংকের যোগদানের আগে হুমায়রা ব্যাংক এশিয়ার চিফ রিস্ক অফিসার (সিআরও) হিসেবে কর্মরত ছিলেন।
হুমায়রা আজম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৯০ সালে এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে যোগদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। চাকুরি করেছেন এইচএসবিসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও আইপিডিসিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে। কর্মজীবনে নানা ধাপ পেরিয়ে এখন ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনার সর্বোচ্চ পদে দায়িত্ব পেয়েছেন।
