ঢাকা, শনিবার ০৬, ডিসেম্বর ২০২৫ ২১:৪৬:৫৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

স্নাতক পাস করেই স্কয়ারে চাকরি

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৫:১২ পিএম, ১৬ অক্টোবর ২০১৭ সোমবার

স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সেলস প্রমোশন অফিসার পদে নিয়োগ দেবে। তবে কতজনকে নিয়োগ দেওয়া হবে, সেটি উল্লেখ করা হয়নি।

পদের নাম

সেলস প্রমোশন অফিসার

যোগ্যতা

এসএসসি ও এইচএসসিতে বিজ্ঞান বিভাগসহ ন্যূনতম স্নাতক উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। চাকরির বয়স সর্বোচ্চ ২৯ বছর। নির্বাচিত প্রার্থীকে বাংলাদেশের যেকোনো জায়গায় নিয়োগ দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থী তাঁর জীবনবৃত্তান্ত, দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সকল শিক্ষাগত সার্টিফিকেট ও নম্বরপত্রের ফটোকপিসহ রপোরেট হেডকোয়ার্টার্স, স্কয়ার সেন্টার ৪৮, মহাখালী সি/এ, ঢাকা-১২১২ এই ঠিকানায় সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১২টার মধ্যে উপস্থিত হতে হবে।

আবেদনের সময়সীমা

আগামী ২০ অক্টোবর, ২০১৭ পর্যন্ত আবেদন করা যাবে।

সূত্র : প্রথম আলো (১৩.১০.২০১৭)