একুশে বইমেলায় আজ নতুন বই এসেছে ৭২টি
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:২২ পিএম, ১ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার
ফাইল ছবি
একুশে বই মেলার ১৫তম দিনে মেলায় নতুন বই এসেছে ৭২ টি। আজ বৃহস্পতিবার মেলা শুরু হয় বেলা তিনটায়। সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত চলে।
আজকের বিষয়ভিত্তিক বইগুলো হলো : গল্প ১৫টি, উপন্যাস ১০টি, প্রবন্ধ ৬টি, কবিতা ২২টি, শিশুসাহিত্য ১টি, জীবনী ২ টি, মুক্তিযুদ্ধ ১ টি, বিজ্ঞান ১ টি, বঙ্গবন্ধু বিষয়ক ৪টি, অনুবাদ ১টি ও অন্যান্য বই ২টি।
