ঢাকা, শনিবার ২৭, এপ্রিল ২০২৪ ৪:৫৭:০০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনার কারণে ঢাকা ও রংপুর চিড়িয়াখানা বন্ধ ঘোষণা

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৪৫ পিএম, ২ এপ্রিল ২০২১ শুক্রবার

করোনার কারণে ঢাকা ও রংপুর চিড়িয়াখানা বন্ধ ঘোষণা

করোনার কারণে ঢাকা ও রংপুর চিড়িয়াখানা বন্ধ ঘোষণা

করোনার সংক্রমণ রোধে আজ শুক্রবার থেকে ঢাকার মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
আজ চিড়িয়াখানা বন্ধের এ সিদ্ধান্ত গ্রহণ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি।
তিনি বলেন,এ ভাইরাসের পুন:বিস্তার রোধে সরকার সবধরণের পদক্ষেপ নিচ্ছে। করোনা সংক্রমণের বিদ্যমান পরিস্থিতিতে ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ১৮ দফা নির্দেশনা জারী করা হয়েছে। জনসাধারণকে সরকারের নির্দেশনা মেনে চলার জন্য আহ্বান মন্ত্রী।
উল্লেখ্য, এর আগে করোনা সংক্রমণ রোধে গত বছরের ২০ মার্চ প্রথমবারের মতো জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য বন্ধ ঘোষণা করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।