হাতিরঝিলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারীর
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:১৯ পিএম, ৩ এপ্রিল ২০২১ শনিবার
ছবি: সংগৃহীত
রাজধানীর হাতিরঝিল থানার মধুবাগ ব্রিজের পশ্চিম পাশের এলাকায় একটি প্রাইভেটকার দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছে আরও একজন। হতাহতরা স্বামী-স্ত্রী বলে জানিয়েছে পুলিশ।
শনিবার সকালে হাতিরঝিল থানার আমবাগান এলাকায় একটি দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপ পরিদর্শক (এএসআই) সাদ্দাম হোসাইন বলেন, হাতিরঝিল এলাকার মুধবাগে একটি সাদা প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারে থাকা দুজন গুরুতর আহত হন। হাতিরঝিল থানার পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
আব্দুল কুদ্দুস বলেন, আমবাগানে প্রাইভেটকার দুর্ঘটনায় একজন নিহত আরেকজন আহত হয়েছেন। তারা স্বামী-স্ত্রী বলে জানতে পেরেছি।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজের পুলিশ ফাঁড়ির পরির্দর্শক বাচ্চু মিয়া বলেন, হাতিরঝিল এলাকায় প্রাইভেটকার দুর্ঘটনায় একজন নিহত ও আরেকজন আহত হয়েছেন। নিহতের নাম ঝিলিক আলম। আহত সাকিব আলম নিহতের স্বামী।
-জেডসি
