ঢাকা, মঙ্গলবার ২৩, ডিসেম্বর ২০২৫ ১৩:৩০:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বিশ্ব ফুটবল : পাঁচ নারী রেফারি

নিউজ ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৬:০২ পিএম, ১৮ অক্টোবর ২০১৭ বুধবার | আপডেট: ০৩:১৪ পিএম, ২৯ অক্টোবর ২০১৭ রবিবার

বিশ্বব্যাপী নারীরা ফুটবল খেলেন সে তো পুরনো গল্প। এবার ১০ সেপ্টেম্বর নতুন এক ইতিহাস গড়লো জার্মান ফুটবল। প্রথমবারের মতো বুন্ডেসলিগায় পুরুষদের এক ম্যাচ পরিচালনা করলেন নারী রেফারি বিবিয়ানা স্টাইনহাউস৷ বিশ্ব ফুটবলে এমন কৃতিত্ব আছে আর মাত্র চারজনের৷ জেনে নিন বিশ্বফুটবলে এই পাঁচ তারকা নারীর অবদানের কথা।


বিবিয়ানা স্টাইনহাউস (জার্মানি) : বিবিয়ানা আসলে ছিলেন একজন ফুটবলার৷ একসময় হয়ে গেলেন রেফারি৷ রেফারি হিসেবে তার কৃতিত্বের স্মারক ছয়টি জাতীয় পুরস্কার। অবাক ব্যাপার, ছয়-ছয়বার জার্মানির সেরা রেফারি হয়েছেন তিনি। তবে এতদিন শুধু ৮০টি দ্বিতীয় বিভাগ লিগ ম্যাচেই রেফারির ভূমিকায় দেখা গেছে তাকে৷ গত ১০ সেপ্টেম্বর হ্যার্থা বার্লিন বনাম ভ্যেরডার ব্রেমেন ম্যাচের মাধ্যমে প্রথম নারী রেফারি হিসেবে বুন্ডেসলিগায়ও অভিষেক হয়ে গেল তার৷


নিকোল পেটিগনাট (সুইজারল্যান্ড) : সুইজারল্যান্ডের এই সাবেক রেফারির কৃতিত্বটা অনন্য রকম। নারী হয়েও উয়েফা কাপে পুরুষদের ম্যাচ পরিচালনা করার প্রথম নজির গড়েন তিনি ২০০৩ সালে৷ এছাড়া সুইস সুপার লিগ এবং অস্ট্রিয়ান বুন্ডেসলিগাতেও রেফারির ভূমিকায় অনেকবার দেখা গেছে তাকে৷


গ্লাডিস লেংওয়ে (জাম্বিয়া) : আফ্রিকার জাম্বিয়ায় পুরুষদের পেশাদার ফুটবল লিগ ম্যাচ পরিচালনা করা প্রথম নারী রেফারি গ্লাডিস লেংওয়ে৷ নারীদের বিশ্বকাপসহ অনেক আন্তর্জাতিক ম্যাচেও রেফারির ভূমিকায় দেখা গেছে তাকে৷


ক্লাউডিয়া উমপিয়েরেজ (উরুগুয়ে) : উরুগুয়ের হয়ে খেলেছেন দীর্ঘদিন৷ তবে এখন রেফারির ভূমিকায় দেখা যায় তাকে৷ উরুগুয়েতে পুরুষদের ফুটবল লিগের প্রথম নারী রেফারি তিনি৷


কাটেরিনা মনজুল (ইউক্রেন) : গত ১৩ বছরে দেশে-বিদেশে অনেক ম্যাচ পরিচালনা করেছেন তিনি৷ ইউক্রেনে পুরুষদের ম্যাচ পরিচালনা করা প্রথম নারী রেফারি কাটেরিনা মোনজুল৷