ঢাকা, শুক্রবার ২৯, মার্চ ২০২৪ ১৮:৩৬:৩২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনায় মৃত্যু আরও ৬৩, শনাক্ত ৭৪৬২

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:০৫ পিএম, ৯ এপ্রিল ২০২১ শুক্রবার

করোনায় মৃত্যু আরও ৬৩, শনাক্ত ৭৪৬২

করোনায় মৃত্যু আরও ৬৩, শনাক্ত ৭৪৬২

ঘাতকব্যধি করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৬৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৭ হাজার ৪৬২ জন। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৬৩ জনকে নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৫৮৪ জন। এ ছাড়া নতুন করে শনাক্ত ৭ হাজার ৪৬২ জনকে নিয়ে দেশে করোনায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৬ লাখ ৭৩ হাজার ৫৯৪ জনে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ৬৫৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৪ শতাংশ।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ৫১১ জন সুস্থ হয়েছেন। এ সংখ্যা নিয়ে দেশে করোনায় আক্রান্তের পর মোট সুস্থ হলেন ৫ লাখ ৬৮ হাজার ৫৪১ জন।

এর আগে গতকাল বৃহস্পতিবার দেশে করোনায় একদিনে সর্বোচ্চ ৭৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এদিন ৬ হাজার ৮৫৪ জনের করোনা শনাক্তের খবর জানায় অধিদপ্তর।

বাংলাদেশে গত বছর ৮ মার্চ করোনায় প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর খবর নিশ্চিত করেছিল সরকার। এ বছর ৩১ মার্চ তা ৯ হাজার ছাড়িয়ে যায়।