রুপা হত্যার অভিযোগপত্র গ্রহণের তারিখ এগিয়েছে
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৯:১৮ পিএম, ১৮ অক্টোবর ২০১৭ বুধবার | আপডেট: ০৫:২৩ পিএম, ১৯ অক্টোবর ২০১৭ বৃহস্পতিবার
টাঙ্গাইলের মধুপুরের চাঞ্চল্যকর রুপা হত্যার অভিযোগপত্র গ্রহণের তারিখ এগিয়েছে। বিশেষ সরকারি কৌঁসুলির আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবদুল মান্নান শুনানি শেষে এ আদেশ দেন। চলন্ত বাসে রুপা খাতুনকে ধর্ষণের পর হত্যা করা হয়।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, গত রোববার পুলিশ বিচারিক হাকিম আদালতে এই মামলার অভিযোগপত্র জমা দেয়। পরদিন সোমবার বিচারিক হাকিম আদালত থেকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগপত্র পাঠানো হয়। বিচারিক হাকিম আদালতে মামলাটির ধার্য তারিখ ছিল ১৩ নভেম্বর। অভিযোগপত্র এসে গেছে তাই মামলার তারিখ এগিয়ে আনার জন্য নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আবেদন করা হয়।
আবেদনে রাষ্ট্রপক্ষের আইনজীবী উল্লেখ করেন, রুপা ধর্ষণ ও হত্যা মামলাটি চাঞ্চল্যকর ও রোমহর্ষক। দ্রুত এর বিচার নিষ্পত্তি হওয়া প্রয়োজন। তাই অভিযোগপত্র গ্রহণের তারিখ এগিয়ে আনা প্রয়োজন। বিচারক শুনানি শেষে ১৩ নভেম্বরের নির্ধারিত তারিখ এগিয়ে এনে ২৫ অক্টোবর অভিযোগপত্র গ্রহণের নতুন তারিখ ধার্য করেন।
গত ২৫ আগস্ট বগুড়া থেকে ময়মনসিংহ যাওয়ার পথে রুপা খাতুনকে চলন্ত বাসে পরিবহনশ্রমিকেরা ধর্ষণ করেন। পরে তাকে হত্যা করে টাঙ্গাইলের মধুপুর বন এলাকায় ফেলে রেখে যান।
